Aadhaar App: আর হাতে নিয়ে ঘুরতে হবে না আধারের কপি ! এসে গেল নতুন অ্যাপ I কাজ করবে কীভাবে?

ABP Ananda Live: এবার আসছে এমন এক অ্যাপ যার মাধ্যমে সহজেই নিশ্চিত হয়ে যাবে আপনার পরিচয়, অ্যাপের মাধ্যমেই করে নেওয়া যাবে আধার যাচাইকরণ (Aadhaar App)। করে নেওয়া যাবে আপনার পরিচয় যাচাইকরণও। অ্যাপ যে আসছে, তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই অ্যাপে মূলত থাকবে QR code ভিত্তিক তাৎক্ষণিক যাচাইকরণের একটি পদ্ধতি এবং রিয়েল-টাইম ফেস আই ডি। যার মাধ্যমে সহজেই আপনার মুখের স্ক্যান করে নেওয়া সম্ভব হবে। বুঝে নেওয়া যাবে, আপনি প্রকৃত অর্থে ওই আধারের ধারক কি না। কেন্দ্রীয় সরকার দাবি করছে, এই আধার কার্ডের কপি (Aadhaar Card Document Update) দেখানোর দিন শেষ হতে চলেছে। কেন্দ্রীয় সরকার দাবি করছে, এই আধার কার্ডের কপি (Digital Aadhaar Card) দেখানোর দিন শেষ হতে চলেছে। কীভাবে কাজ করবে এই অ্যাপ, কেনই বা শেষ হবে আধার কার্ডের কপি নিয়ে ঘোরার দিন ? জানতে গেলে ভিডিও পুরোটা দেখুন

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola