Morning Headlines: আজ থেকে খুলছে স্কুল, কলম বা ফুল দিয়ে অভ্যর্থনার নির্দেশ সরকারের। Bangla News

Continues below advertisement

করোনাকালে আজ থেকে ফের খুলছে স্কুল। কলম কিংবা ফুল দিয়ে ছাত্রছাত্রীদের অভ্যর্থনার নির্দেশ সরকারের। প্রস্তুতি বেসরকারি স্কুলেও। 

স্কুলের ধাঁচে একদিনে সবার ক্লাস নয় কলেজ-বিশ্ববিদ্যালয়ে। একাধিক স্কুলে পর্যায়ক্রমে ক্লাসের সিদ্ধান্ত। যাদবপুরে আপাতত নয় নবাগতদের ক্লাস। 
একসঙ্গে কলেজে নয়

ধূপগুড়ি থানা চত্বরেও হোমগার্ডের হাতেই আক্রান্ত ওসি ট্রাফিক। হেলমেট না থাকায় বাইক আটক, নথি আনতে বলায় হামলা। বিভাগীয় তদন্তের নির্দেশ। 

জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় চন্দনগরে পুলিশের অস্থায়ী কিয়স্কে বেধড়ক মার। হামলাকারীরা পুলিশের কেউ নয়, দাবি পুলিশ সূত্রে। 

মালদা-মুর্শিদাবাদে বন্যায় কেন্দ্রের টাকায় দুর্নীতির অভিযোগ। ক্যাগের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ হাইকোর্টের। ১৪ ফেব্রুয়ারির মধ্যে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলকে রিপোর্ট জমার নির্দেশ। 

কাটমানির অডিও ক্লিপে আরও অস্বস্তিতে বিজেপি। লেনদেন বুঝতে পেরে সব জানানোর দাবি সহযোগী দল হ্যামের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram