Perseverance: মঙ্গলের বুকে চলল পার্সিভ্যারেন্সের টেস্ট ড্রাইভ
মঙ্গলগ্রহের বুকে পার্সিভ্যারেন্সের টেস্ট ড্রাইভ। ৬ চাকার রোভার ঘুরে বেড়াল ২১ ফুটের বেশি এলাকায়। পৃথিবী থেকে রোভারকে পিছন দিকে চালানো হল। আড়াই মিটার পিছন দিকে চালানো হল রোভারকে। আগামীদিনে আরও বেশি দূরত্ব চালানো হবে রোভারকে। লক্ষ্যমাত্রা ঠিক করল নাসা। এরপর মঙ্গলের বুকে কপ্টার ওড়ানোর প্রস্তুতি নিচ্ছে নাসা। মঙ্গল থেকে ৩০টি পাথরের টুকরো ও মাটি আনবে পার্সিভ্যারেন্স। মুখ বন্ধ টিউবে তা পৃথিবীতে আনা হবে ২০৩০ নাগাদ।
Tags :
ABP Ananda NASA ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Perseverance