Rajasthan child death: রাজস্থানের মরুপথে তীব্র জলকষ্টে মৃত্যু ৬ বছরের শিশুকন্যার
রাজস্থানের মরুপথে হাঁটতে হাঁটতে তীব্র জলকষ্টে মৃত্যু হল ৬ বছরের এক শিশুকন্যার। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই শিশুর ঠাকুমাকে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, দু’জন জালোরে মরুভূমির মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছিলেন। রাজস্থানে চলছে তীব্র দাবদাহ। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নাতনিকে সঙ্গে নিয়ে ঠাকুমা দুপুরের তীব্র গরমের মধ্যেই রায়পুর থেকে রানিওয়াড়া যাওয়ার ২২ কিলোমিটার রাস্তা পার করতে মরুভূমির পথ ধরেছিলেন। কিন্তু রোতোলে টিলার কাছে অসুস্থ বোধ করেন দু’জন। জালোরের কাছের রাস্তায় বিশ্রাম নিতে বসে পড়েন। কিন্তু সেখানে বসেই ক্রমে আরও অসুস্থ হয়ে পড়ে শিশুটি। জল না পেয়েই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর রাজস্থানের অশোক গহলৌত সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। প্রকাশ জাভড়েকর ট্যুইটে লিখেছেন, ‘৯ ঘণ্টা জল না পেয়ে শিশুর মৃত্যু। এই লজ্জাজনক ঘটনার জন্য দায়ী রাজস্থান সরকার। কেন চুপ সনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা গাঁধী?’