Rudranil Ghosh । গরুপাচার থেকে শুরু করে কয়লা নিয়ে দুর্নীতি, সবই উঠে এসেছে রুদ্রনীলের কবিতায়।Bangla News
ফের সেই পরিচিত ভূমিকায় রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অভিনয় নয়, রাজনৈতিক প্রচারও নয়। ফেসবুকের ওয়ালে ফের সাদায় কালোয় ভেসে উঠল রুদ্রনীলের রাজনৈতিক রঙে মোড়া কবিতা 'অনুমাধব'। কবিতার ধাঁচ শুনে মনে পড়তেই পারে জয় গোস্বামীর লেখা 'মালতীলতা বালিকা বিদ্যালয়' কবিতাটি। তবে এই কবিতাটা প্রেমের নয়, একেবারে রাজনৈতিক রঙের কবিতা। কবির নাম বলার সময় তিনি বিদ্রুপ করে বলেছেন, 'ভয় গোস্বামী'।
কেন? কবিতায় যে 'অনুমাধব'-এর কথা বলা হয়েছে, তিনি যে রাজনৈতিক নেতা তা স্পষ্ট। গরুপাচার থেকে শুরু করে কয়লা নিয়ে দুর্নীতি, সবই উঠে এসেছে রুদ্রনীলের কবিতায়। কেবল একজন নেতাই নয়, রুদ্রনীলের কবিতায় উঠে এসেছে 'ঘোষবাবু' ও 'দিদি'-র কথাও। নিজাম প্যালেস, সিবিআই থেকে শুরু করে চেহারার বর্ণনা, নাম না করে মানুষের মনে একজন রাজনৈতিক নেতার ছবি সার্থকভাবেই ফুটিয়ে তুলেছেন রুদ্রনীল। স্পষ্টত, নাম না করেই বিরোধি শিবিরের ক্ষমতায় থাকা নেতা নেত্রীদের বিঁধেছেন তিনি। অভিনেতা কার দিকে ইঙ্গিত করেছেন, তা অবশ্য স্পষ্ট নেটদুনিয়ায়।