Sanjay Singh: আবগারি মামলায় অভিযুক্ত আপ সাংসদ সঞ্জয় সিংহের জামিন। ABP Ananda Live

AAP Party: আবগারি মামলায় অভিযুক্ত আপ (AAP) সাংসদ সঞ্জয় সিংহের জামিন মঞ্জুর। ৬ মাস জেলে বন্দি ছিলেন সঞ্জয় সিংহ (Sanjay singh)। জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।  জামিনের বিরোধিতা করেনি ইডি (Enforcement Directorate)। এর আগে এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আপ নেতা সঞ্জয় সিংহের মা বলেন, 'আমার ছেলে নির্দোষ। কোনও নির্দোষ ব্যক্তিকে এভাবে গ্রেফতার করা খুব অন্যায়। আমার ছেলে সততার সঙ্গে কাজ করে।' ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola