কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অবনীমোহন জোয়ারদারের জীবনাবসান
প্রয়াত কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অবনীমোহন জোয়ারদার। বয়স হয়েছিল ৭৬। আজ সকালে সল্টলেকের এইচপি ব্লকে নিজের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনি কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের দু'বারের বিধায়ক। পরিবার সূত্রে খবর, ২০১৬ সালে সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। শেষকৃত্য সম্পন্ন হবে নবদ্বীপ মহাশ্মশানে।
Tags :
Abani Mohan Joardar Death Abani Mohan Joardar Tmc Mla Krishnanagar Trinamool Congress Salt Lake Abp Ananda