Abhijit Vinayak Banerjee Exclusive: 'কনসেন্ট্রেটর তৈরিতে এগিয়ে আসুক ছোট ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলো', পরামর্শ অভিজিৎ বিনায়কের

Continues below advertisement

অক্সিজেন সঙ্কট মেটাতে অবিলম্বে দেশেই কনসেন্ট্রেটর তৈরিতে জোর দিতে হবে। এর জন্য এগিয়ে আসুক ছোট ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলো, বললেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee)। তিনি বলেন, "অনেকেই যারা পারছেন তাঁরা অক্সিজেন সিলিন্ডার কিনে রেখে দিচ্ছেন। কিন্তু ছোট ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলোকে এগিয়ে এসে অক্সিজেন কনসেন্ট্রেটর (Oxygen Concentrators) তৈরি করতে হবে, বাইরে থেকে আনাতে হবে।"  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram