Abhishek Banerjee: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল, কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের

Continues below advertisement

Abhishek Banerjee: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল, অভিষেকের নিশানায় রেল। 'এত মানুষের মৃত্যুর দায় এড়াতে পারে না কেন্দ্রের সরকার'। রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন অভিষেকের। '২০ হাজার কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন'। 'বুলেট প্রুফ কপ্টারে ঘুরছেন প্রধানমন্ত্রী'। 'সাধারণ মানুষের কথা ভাববেন না আপনি'। 'রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত'। 'অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন?'। 'মিথ্যাচারের ওপর দাঁড়িয়ে কেন্দ্রের সরকার' 'রেলের ওপর ভরসা রেখে মানুষ ট্রেনে ওঠেন' । 'এই মৃত্যুমিছিলের দায় এড়াতে পারে না রেল ও সরকার'। 'ভোটের রাজনীতি করতে তড়িঘড়ি সব উদ্বোধন কেন?'। 'রাজনীতি করতে গিয়ে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবেন না' 'আপনাদের দম্ভ-ঔদ্ধত্যের জন্য মানুষের প্রাণ যাচ্ছে'। 'লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছেন'। 'অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন, শ্বেতপত্র প্রকাশ করুক সরকার'। 'বিজেপি নেতাদের বড় বড় গদি-এসি লাগে, আমাদের তো এত সখ-আহ্লাদ নেই'। 'এই টাকা যদি মানুষের সুরক্ষায় কাজে লাগানো হত, তাহলে আজ এই দিন দেখতে হত না' । করমণ্ডল বিপর্যয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram