Abhishek Banerjee: বাজেটে 'বঞ্চনা', শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে মোদি সরকারকে নিশানা অভিষেকের

Continues below advertisement

শুধু বাইরেই নয়, বাজেটে বাংলাকে বঞ্চনার ইস্যুতে বুধবার উত্তাল হল সংসদের অন্দরমহলও। মঙ্গলবার নির্মলা সীতারমণের বাজেট পেশের পর থেকেই সরব হয়েছে তৃণমূল। আর বুধবার সংসদে দাঁড়িয়ে মোদি সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণে নামলেন তৃণমূল সাংসদ ও দলের সেকেন্ড ইন কম্য়ান্ড অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, 'ওয়াক্ত বদল গয়া হ্যায় স্যার, আপনাকে এই প্রত্য়াখ্য়ানের আজ ঠিক ৫০ তম দিন। কিন্তু, প্রধানমন্ত্রী মোদি এই বাস্তব অস্বীকার করছেন। তিনি একটি জোট সরকার চালাচ্ছেন। এবং তিনি সবাইকে বিশ্বাস করাতে চাইছেন, যে সব ঠিক আছে। সব ভাল আছে। প্রতিরক্ষামন্ত্রী, বানিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী, অর্থমন্ত্রীও তাই ভাবছেন। স্যর একটা বিষয়ের পরিবর্তন হয়েছে। কাল যখন বাজেট ঘোষণা হচ্ছিল আমি এখানে বসেছিলাম। শুধুমাত্র চিয়ারলিডারদের সংখ্যা কমে গেছে। ওই বেঞ্চবাদকদের সংখ্য়া একটু কমে গেছে। চিয়ারলিডারদের সংখ্য়া কমে গেছে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram