Abhishek Banerjee: গত ১ বছরে একাধিক রেল দুর্ঘটনা নিয়ে সংসদে সুর চড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

Continues below advertisement

ABP Ananda Live: গত ১ বছরে একাধিক রেল দুর্ঘটনা, এনিয়ে সংসদে সুর চড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, বাজেটে রেলের নিরাপত্তা নিয়ে কোনও উল্লেখ নেই। এদিনই দিল্লিতে সাংবাদিক বৈঠক করলেন রেলমন্ত্রী। তাঁর বক্তব্য়, মোদিজির সময়ে পশ্চিমবঙ্গকে যা দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে যখন রেলমন্ত্রী ছিল, তখনও তা মেলেনি।

একের পর এক ট্রেন দুর্ঘটনা...কখনও উত্তরবঙ্গের ফাঁসিদেওয়া...কখনও ওড়িশার বালেশ্বর শয়ে শয়ে প্রাণহানি...! নরেন্দ্র মোদি থেকে অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী থেকে রেলমন্ত্রী। বুলেট ট্রেন-বন্দ ভারতের কথা বলে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেন...কিন্তু বারবার দুর্ঘটনায় প্রাণহানির পর কেন দায় নেননা এই প্রশ্ন বারবার তোলে বিরোধীরা। বুধবার সংসদে রেল দুর্ঘটনা নিয়ে সরব হন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 

এদিকে এদিনই দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রেলমন্ত্রী। বাংলায় রেল প্রকল্পে কত বরাদ্দ, কত খরচ হয়েছে, সেসব পরিসংখ্য়ান তুলে ধরেন তিনি। এদিন, রেল প্রকল্পের জন্য় জমি অধিগ্রহণ নিয়ে রাজ্য় সরকারের ভূমিকায় অসন্তোষ শোনা যায় ইস্টার্ন রেলের জেনারেল ম্য়ানেজারের মুখে। রেল হচ্ছে লাইফলাইন। আর তা নিয়েও রাজনীতি নতুন কিছু নয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram