ফটাফট : সংক্রমণে উহানকে ছাড়িয়ে গেল মুম্বই, করোনায় মৃত্যু ডিএমকে বিধায়কের
Continues below advertisement
তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়ে ডিএমকে বিধায়কের মৃত্যু। জে আনবাঝগানের নিউমোনিয়া হয়। পরে তাঁর করোনা ধরা পড়ে। ৬৮ বছরের আনবাঝগান ২০০১ সালে প্রথমবার বিধায়ক হন। এরপর ২০১১ এবং ২০১৬-তে চিপক- থিরুভল্লিকেনি কেন্দ্র থেকে তিনি পরপর দুবার নির্বাচিত হয়েছিলেন। দেশে এই প্রথম কোনও জনপ্রতিনিধির করোনায় মৃত্যু হল। করোনায় মৃত্যু হয়েছে বৃহন্মুবই পুরসভার এক আধিকারিকেরও। তিনি জল সরবরাহ বিভাগে কর্মরত ছিলেন। দিল্লিতে এক এসআই-এরও মৃত্যু হয়েছে করোনায়।
Continues below advertisement
Tags :
DMK MLA Anbazhagan Covid-19 Positive Coronavirus LIVE Mumbai Abp Ananda Tamil Nadu Coronavirus