ভর্তি হতে না পেরে যাদবপুরের বাড়িতে আটকে সংক্রমিত! দিশেহারা পরিবার, স্বাস্থ্য দফতরে যোগাযোগ এবিপি আনন্দের!

Continues below advertisement
এক করোনা আক্রান্ত প্রৌঢ় যাদবপুরের বাড়িতে আটকে| ভর্তি হতে পারছেন না হাসপাতালে| পরিবারের দাবি বেশ কিছুদিন ধরেই জ্বর ও স্বাসকষ্টে ভুগছিলেন তিনি| অবস্থার অবনতি হওয়ায় শয্যাশায়ী হয়ে পড়েন| তখন সরকারি হাসপাতালে ভর্তির উদ্যোগ নেয় পরিবার| কিন্তু স্বাস্থ্যদফতরের সঙ্গে যোগাযোগ করে কোনও সদুত্তর মেলেনি, দীর্ঘসময় হেল্প লাইনে ফোন করা হয়েছে, দাবি পরিবারের| পরিবারের অভিযোগ, ফোন করলেই বলা হয়েছে সময় লাগবে| দিশেহারা পরিবার| স্বাস্থ্যদফতরে যোগাযোগ এবিপি আনন্দের, দ্রুত ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্য অধিকর্তার|
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram