Independence Day Exclusive: ফাঁসির মঞ্চেও এত তেজ! ব্রিটিশ পুলিশ জানতে চেয়েছিল, এরকম ছেলে ভারতে আর কটা আছে?

কানাইলাল দত্ত। বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে যিনি বিপ্লবের বীজ বপণ করেছিলেন। দেশকে স্বাধীন করার শপথ পালন করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও পিছপা হননি। মৃত্যুর ১১০ বছর পরেও কানাইলাল দত্তের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় গোটা দেশে। ১৮৮৮ সালের ৩০ অগাস্ট চন্দননগরের সর্ষেপাড়ার মোড়ে মামার বাড়িতে ভোর পাঁচটায় জন্ম হয় কানাইলালের। দিনটি ছিল জন্মাষ্টমী। সেই কারণেই কানাইলাল নামকরণ। এবিপি লাইভ-এর বিশেষ প্রতিবেদন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola