শিরোনাম: দাম কমেছে পেট্রোপণ্য়ের, ভ্য়াটে ছাড় ৭ রাজ্য়ের | Bangla News

Continues below advertisement

আজ থেকে দাম কমল পেট্রোল-ডিজেলের। পেট্রোলে ৫ টাকা, ডিজেলে ১০ টাকা উৎপাদন শুল্ক কমাল কেন্দ্র। ভ্যাট কমাক রাজ্যও, আবেদন কেন্দ্রের।

পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাল বিজেপি শাসিত সাত রাজ্য। লিটারপ্রতি আরও ৭টাকা দাম কমাল গুজরাত, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর। পেট্রোলে ২ টাকা ভ্যাটে ছাড় উত্তরাখণ্ডের।

জনরোষ আড়ালে সিদ্ধান্ত, কটাক্ষ তৃণমূলের। ভোটে খারাপ ফলে কমল দাম, দাবি সিপিএমের। মানুষকে সুরাহা দিতে সিদ্ধান্ত, পাল্টা সুকান্ত। ভ্যাট কমাক বাংলাও, দাবি অধীরের।

কোভ্যাক্সিন গ্রাহকদের জন্য সুখবর। জরুরি ভিত্তিতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ব্যবহারের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এএনআই সূত্রে খবর। বাধা কাটল বিদেশ ভ্রমণে। 

 রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের নশো ছাড়াল। দেশে একদিনে আক্রান্ত ১২ হাজার, মৃত ৩১১। ১০০ কোটির আত্মতুষ্টি নয়, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর।

কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজোয় দর্শকশূন্য থাকবে মন্ডপ। জোড়া ভ্যাকসিন নেওয়া থাকলেও মণ্ডপের ভিতর প্রচুর মানুষ ভিড় করতে পারবেন না। নির্দেশ কলকাতা হাইকোর্টের।

তৃণমূলের নজরে ত্রিপুরা। আগরতলা পুরভোটে ৫১টি আসনেই মনোনয়ন জমা তৃণমূল কংগ্রেসের। মোট প্রার্থীর ৫০ শতাংশই মহিলা। তালিকায় বিজেপি বিধায়কের ভাইও।

ত্রিপুরায় সন্ত্রাস নিয়ে বিপ্লব দেব সরকারের রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে ৪ সপ্তাহের মধ্যে মুখ্যসচিব, ডিজিপির রিপোর্ট তলব।

 টিম ইন্ডিয়ার হাল ফেরাতে ভরসা দ্য ওয়ালই। প্রত্যাশিতভাবেই ভারতীয় দলের কোচ হলেন রাহুল দ্রাবিড়। নিউজিল্যান্ড সিরিজ থেকেই দায়িত্বে হেডস্যার। 

নভেম্বরেই ভারত-নিউজিল্যান্ড টি-২০ ম্যাচে দর্শক ফিরছে ইডেনে। ম্যাচের টিকিটের দাম সাড়ে ৬০০ টাকা থেকে দেড় হাজার টাকা। ২১ নভেম্বর ইডেনে খেলা।

মণ্ডপ সজ্জায় পটচিত্র। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান ছিনিয়ে নিল নলিন সরকার স্ট্রিট। দীপালোকে সেরা গিরিশ পার্ক ফাইভ স্টার। ভাবনায় সেরা এন্টালি তরুণ সঙ্ঘ।

 অথ কালী কথায় যশোরেশ্বরী দুপুর ১.৩০, হিংলাজ দুপুর ২.৩০, রত্নাবলী দুপুর ৩.৩০, সারাহান দুপুর ৪.৩০, সপ্তশৃঙ্গী বিকেল ৫.৩০, মহালক্ষ্মী ও তুলজা ভবানী সন্ধে ৬.৩০।

শ্রীরামকৃষ্ণের স্মৃতিবিজড়িত দক্ষিণেশ্বর। বামাক্ষ্যাপার স্মৃতিধন্য তারাপীঠ। দুই মহাতীর্থের স্থানমাহাত্যের কথা। কিংবদন্তির সন্ধানে এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

আলোর উৎসবে অমৃতা-সুরজিতের গান। ‘সুরে সুরে আলোক আনন্দ’, দিনভর। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram