Missing Women:'১৯ থেকে '২১ সাল পর্যন্ত দেশে নিখোঁজ মহিলাদের সংখ্যায় দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ, খবর পিটিআই সূত্রে

Continues below advertisement

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশে নিখোঁজ ১৩ লক্ষের বেশি মহিলা (Missing Women), খবর পিটিআই সূত্রে। এই মাপকাঠিতে শীর্ষে মধ্যপ্রদেশ (Madhya Pradesh), তার পরেই রয়েছে বাংলা, দাবি পিটিআইয়ের (PTI)। বাংলার ১ লক্ষ ৯৩ হাজার ৫১১ জন মহিলা নিখোঁজ যাঁদের মধ্যে ৩৬ হাজার ৬০৬ জন নাবালিকা। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর (NCRB) এই তথ্য সংসদে পেশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সূত্র উদ্ধৃত করে দাবি করল পিটিআই। ঘটনাচক্রে, এমন সময়ই পশ্চিমবঙ্গের এই তথ্য় সামনে এল যখন বঙ্গে নারী নির্যাতনের অভিযোগে সরব বিজেপি। শুধু তাই নয়। বাংলায় নারী নিরাপত্তাহীনতার প্রসঙ্গ এবার প্রধানমন্ত্রীর কাছেও তুলে ধরতে চলেছেন বাংলার বিজেপি সাংসদরা। সোমবারই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তাঁরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram