Civic Volunteer: কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরির অভিযোগ!

ABP Ananda LIVE: আবার সেই সিভিক, এবার পুলিশের উর্দি চুরি করে 'দাদাগিরি'! কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরির অভিযোগ! কসবায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার-সহ ২ । ধৃত প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নীরজ সিংহ । ধৃত আসিফ আলিও নিজেকে পুলিশ পরিচয় দিত বলে অভিযোগ 'পুলিশের পোশাকে আরও অনেক কাণ্ড ঘটিয়েছেন নীরজ' । সিভিক ভলান্টিয়ার নীরজ সিংহ-র সঙ্গে আরও অনেকে জড়িত' । আদালতে সওয়াল সরকারি আইনজীবীর । ধৃত সিভিক ভলান্টিয়ারের ৬ জুন পর্যন্ত জেল হেফাজত

আরও খবর...

বরানগরে প্রোমোটিং বিবাদে তৃণমূল 'বনাম' তৃণমূল। কল রেকর্ডিং প্রকাশ্যে এনে অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। 'এলাকায় প্রোমোটিং নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ। INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মী দু'জনই তোলাবাজ। কে কত ক্ষীর খাবে সেই নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ', ২ জনের কথোপকথনের অডিও প্রকাশ করে দাবি বিজেপি নেতা সজল ঘোষের। 'INTTUC নেতা শঙ্কর রাউতের সঙ্গে কথোপকথনের অডিও', কল রেকর্ডিংয়ের সত্যতা স্বীকার যুব তৃণমূলকর্মী রাহুল জানার। এলাকার লোকেদের ভয় দেখান INTTUC নেতা, অভিযোগ যুব তৃণমূলকর্মীর । মন্তব্যে নারাজ অভিযুক্ত INTTUC নেতা শঙ্কর রাউত 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola