ক্ষুদ্র উদ্যোগপতিদের আর্থিক প্যাকেজ দেওয়া হোক, তবেই বাঁচবে চাকরি, কেন্দ্রকে পরামর্শ অধীরের
Continues below advertisement
প্রধানমন্ত্রী শুধু হাসপাতালের বেড নিয়েই কথা বলছেন। মাস্ক, পিপিই বা ভেন্টিলেটর নিয়ে কিছু বলছেন না। মন্তব্য় কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর। এছাড়াও ছোট ব্যবসায়ী এবং যাঁরা লকডাউনের জেরে কোনওরকম উপার্জন করতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোরও পরামর্শ দেন তিনি।
Continues below advertisement
Tags :
Lockdown Extended Till 3rd May Congress Leader Adhir Chowdhury Abp Ananda Lockdown Narendra Modi PM Modi