লাদাখে চিনের আগ্রাসন: সড়ক প্রকল্পে চিনা সংস্থাকে বরাত নয়, বাদ যৌথ উদ্যোগ থেকেও, জানালেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী
Continues below advertisement
অ্যাপে নিষেধাজ্ঞার পর চিনের সঙ্গে সংঘাতের জের এবার পড়তে চলেছে দেশের সড়ক নির্মাণে। হাইওয়ে প্রকল্পে আর কোনও চিনা কোম্পানি নয়, যৌথ উদ্যোগ থেকেও বাদ যাবে চিনা সংস্থা। ক্ষুদ্র, কুটির শিল্পেও চিনা সংস্থার বিনিয়োগ নয়। খুব শীঘ্রই নির্দেশিকা জারি করবে কেন্দ্র, জানালেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ী।
Continues below advertisement
Tags :
Small Industries China Banned Chinese Companies Chinese App ABP Live Highway Nitin Gadkari China Abp Ananda Central Government