Aditya L1: চন্দ্রযানের পর এবার আদিত্য L1, ভারতের প্রথম সৌর অভিযান সফল | ABP Ananda LIVE

Continues below advertisement

ISRO Aditya L1: মহাকাশে নতুন ইতিহাস ইসরোর(ISRO)। সূর্য (Sun) ও পৃথিবীর (EArth)মাঝে লাগ্র্যাঞ্জ পয়েন্ট L1-এ পৌঁছল আদিত্য (Aditya) । বিকেল ৪.২৫ এক্স হ্যান্ডলে পোস্ট করে জানাল ইসরো। নাসার (NASA)পর মহাকাশে L1 পয়েন্টের হ্যালো কক্ষপথে পৌঁছল ইসরোর সৌরযান। লাগ্র্যাঞ্জ পয়েন্ট থেকে সূর্যের ওপর নজর রাখবে ভারতের (INDIA)সৌরযান। ২ সেপ্টেম্বর পিএসএলভি C 57 রকেটে চেপে রওনা দেয় আদিত্য । ১২৫ দিনে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হ্যালো কক্ষপথে আদিত্য। লাগ্র্যাঞ্জ পয়েন্টে অবস্থান করতে পারে মহাকাশযানের মতো ছোট কোনও জিনিস। লাগ্র্যাঞ্জ পয়েন্ট থেকে সূর্যের ওপর নজর রাখবে ভারতের সৌরযান। ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram