Panchayat Election: পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল খানাকুল
পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল খানাকুল। ওরুন্দা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে সংঘর্ষ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দলবদল ঘিরে অশান্তি বাধে। এদিন পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ হয়েছে বলে খবর। গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ১৪ জন সদস্য, বিজেপির ৯ জন। তৃণমূলের ৩ সদস্য বিজেপিকে সমর্থন করেও তৃণমূলে ফেরায় অশান্তির সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এদিন পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বোমাবাজিরও অভিযোগ উঠেছে। জখম হন কয়েকজন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার।
Tags :
Clash Bangla News Bangla News Live Bjp ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live Westbengal ABP Ananda Bengali News PanchayatElection