Nitish Kumar: সকালে ইস্তফা দিয়ে বিকেলে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ, খবর সূত্রের | ABP Ananda LIVE
ফের পালাবদলের পথে পাটলিপুত্র? ইন্ডিয়া ছেড়ে এনডিএ-র হাত ধরতে চলেছেন নীতীশ কুমার, আজ সকালেই ইস্তফা দিয়ে বিকেলে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ, খবর সূত্রের। নীতীশকে জোটে রাখার মরিয়া চেষ্টা কংগ্রেসের। বারবার চেষ্টা করলেও মল্লিকার্জুন খাড়গের ফোন ধরেননি নীতীশ, বলছে সূত্র। বিকেলে পাটনায় পৌঁছচ্ছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বাংলা ও তেলঙ্গানা সফর বাতিল করেছেন অমিত শাহ। কিং মেকার হতে পারেন হিন্দুস্তানি আওয়াম মোর্চার সভাপতি জিতনরাম মাঝি। যোগাযোগ করেছে আরজেডি ও কংগ্রেস, খবর সূত্রের। যদিও নীতীশের দিকেই পাল্লা ভারী বলে সূত্রের খবর।