Aditya L1: চাঁদের পর এবার ইসরোর সূর্য অভিযান, আর কিছুক্ষণের মধ্য়েই পাড়ি দেবে Aditya L1 | ABP Ananda LIVE
চাঁদের পর এবার ইসরোর সূর্য অভিযান। আজ সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে Aditya L1। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে রওনা দেবে আদিত্য। সময় লাগবে ১২৫ দিন। পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে একটি হ্যালো কক্ষপথে অবস্থান করবে আদিত্য। এই প্রথম নয়, এর আগে আরও ৪০ বার এই ধরনের অভিযান হয়েছে। কিন্তু, কেন? বারবার কেন সূর্য অভিযান করা হয়?
Tags :
ISRO Aditya-L1 Live Updates Aditya-L1 Will Be Launched From Sriharikota At 11.30 Am ISRO To Launch Aditya-L1 Solar Mission