Nusrat Jahan: তৃণমূল সাংসদের বিরুদ্ধে ২০ কোটির বেশি টাকা প্রতারণার অভিযোগ
ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত নুসরত? তৃণমূল সাংসদের বিরুদ্ধে ২০ কোটির বেশি টাকা প্রতারণার অভিযোগ। অভিযোগকারীদের নিয়ে ইডির কাছে নালিশ বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার। ৪২৯জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ। নুসরত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে টাকা দিয়েছিলেন অভিযোগকারীরা'। অভিযোগ, ওই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। 'নুসরতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ইডির কাছে তদন্তের দাবি। পুলিশে জানিয়েও লাভ না হওয়ায় ইডির দ্বারস্থ, দাবি বিজেপি নেতার। ফোনে মেলেনি নুসরতের প্রতিক্রিয়া, আইনজীবীদের সঙ্গে কথা বলে জবাব: ঘনিষ্ঠ মহল সূত্র। 'ইডির কাছে করা অভিযোগ নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ নুসরত'। 'যেহেতু কেন্দ্রীয় এজেন্সির কাছে অভিযোগ জানানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে'। 'আইনজীবীদের সঙ্গে কথা বলেই অভিযোগের জবাব দেবেন নুসরত জাহান'। ইডির কাছে করা প্রতারণার অভিযোগ নিয়ে জানানো হল নুসরতের পক্ষ থেকে।