AIBOC: ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি

Continues below advertisement

চলতি বছর সংসদে বাজেট পেশের সময় একাধিক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বেসরকারিকরণের (Bank Privatisation) প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (All India Bank Officers' Confederation)। আগামী ১৯ জুলাই ব্যাঙ্কের জাতীয়করণের ৫২ বছর পূর্তি। ওই দিনই সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। এআইবিওসি-র আশঙ্কা সংসদের অধিবেশনেই আনা হতে পারে বিল। এর আগে একাধিক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে সংযুক্তিকরণ হয়েছে। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। এবার ফের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে বেসরকারিকরণের উদ্য়োগ। এআইবিওসি-র (AIBOC) হুঁশিয়ারি কেন্দ্র কোনওরকম নেতিবাচক পদক্ষেপ করলে শুরু হবে আরও বড় আন্দোলন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram