Ahmedabad Plane Crash: আমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে উদ্ধার ২টি ব্ল্যাক বক্সের এর ১টি

ABP Ananda LIVE : আমদাবাদে বিমান বিপর্যয়ের কারণ কী? সেই উত্তর দিতে পারে একমাত্র ব্ল্য়াক বক্স। শুক্রবারই উদ্ধার হয়েছে বিমানের ব্ল্য়াক বক্স। বিমান কত উচ্চতায় ছিল, তার গতিবেগে কত ছিল, বিমান কোন পথ ধরে এগোচ্ছিল, ইঞ্জিনের কী অবস্থা ছিল--- সমস্ত তথ্য় জমা থাকবে এই ব্ল্য়াক বক্সে। শেষ মুহূর্তে বিপর্যয়ের শিকার ড্রিমলাইনারে কী হয়েছিল, পাইলট কেন মে ডে কল দিয়েছিলেন, তা জানা যাবে ব্ল্য়াক বক্স থেকেই। ফলে দুর্ঘটনার কারণ জানা যেতে পারে একমাত্র ব্ল্য়াক বক্স থেকেই। পাশাপাশি শুক্রবার দুর্ঘটনাস্থলে পৌঁছোয় NSG, NIA এবং গুজরাতের ATS-ও। যাতে স্পষ্ট নাশকতার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না।'দুঃস্বপ্নের' বোয়িং ড্রিমলািনারে যান্ত্রিক ত্রুটি, নাশকতা নাকি মানুষের ত্রুটি? আমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে উদ্ধার ২টি ব্ল্যাক বক্সের এর ১টি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola