Plane Crash Ahmedabad : আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে প্রাণরক্ষা ১ বিমানযাত্রীর

ABP Ananda LIVE : আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে প্রাণরক্ষা ১ বিমানযাত্রীর, জানালেন আমদাবাদের পুলিশ কমিশনার, এএনআই সূত্রে খবর। ১১এ সিটের যাত্রীর প্রাণরক্ষা, জানালেন আমদাবাদের পুলিশ কমিশনার, এএনআই সূত্রে খবর। আহত যাত্রীর নাম বিশ্বাস কুমার রমেশ, ভর্তি হাসপাতালে, জানালেন আমদাবাদের পুলিশ কমিশনার। কতজনের মৃত্যু, সঠিকভাবে বলা সম্ভব নয়, জানালেন আমদাবাদের পুলিশ কমিশনার জি এস মালিক, এএনআই সূত্রে খবর। মৃতের সংখ্যা বাড়তে পারে, যেহেতু জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান, জানালেন জি এস মালিক, এএনআই সূত্রে খবর।

আমদাবাদে ভয়াবহ বিমান-বিপর্যয়। বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যু, সংবাদসংস্থা AP সূত্রে খবর । মৃতদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডার নাগরিক, ৭ জন পর্তুগালের। টেক অফের পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়ে লন্ডনগামী বিমান । সিভিল হাসপাতালের ৭ চিকিৎসকের মৃত্যু । দুপুর ১.৩৮: আমদাবাদ বিমানবন্দরের ২৩ নং রানওয়ে থেকে টেক অফ । বিমান ভেঙে পড়ার আগে ATC-কে 'মে-ডে' বার্তা পাইলটের। ভেঙে পড়ার পর বিমানে বিধ্বংসী আগুন, পুড়ে খাক বহুতল। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানে প্রচুর পরিমাণ জ্বালানি মজুত ছিল। ২০১৩-র ১৪ ডিসেম্বরে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-এর প্রথম উড়ান। ১২ বছরের পুরনো বিমান বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। এই প্রথম দুর্ঘটনার কবলে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola