Ajay River: ইয়াসের পর ভয়াবহ অজয়, উৎকণ্ঠার প্রহর গুনছে দুই পাড়ের বাসিন্দারা

এই সেই অজয়। এক সময় এই অজয় নদের ভয়ঙ্কর রূপ নিয়ে তৈরি হত একের পর এক কবিতা। সেই অজয় এখন অনেক শান্ত হলেও ঘূর্ণিঝড় ইয়াসের পর পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। আর সেই অজয় নদ দিয়ে এভাবেই চলছে অবাধ যাতায়াত। কেউ কোমর সমান জল ঠেলে হেঁটে যাচ্ছেন, কেউ কাঁধে সাইকেল নিয়ে। কাউকে আবার ঠ্যালা ভাড়া করে আনতে হচ্ছে মোটরবাইক। কারও সঙ্গে আছে গবাদি পশু। হঠাৎ জলস্তর বাড়লে কী বিপদ হতে পারে তা সবাই জানে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola