Akhilesh Yadav : 'ভারতছাড়াে স্লোগান ওঠার দিনই ডাক উঠল বিজেপি ভাগাও' মন্তব্য অখিলেশের। Bangla News

Continues below advertisement

'আজকের দিনেই ভারতছাড়ো স্লোগান উঠেছিল। আর আজই বিহার থেকে বার্তা এল বিজেপি ভাগাও। আশা রাখি গোটা দেশজুড়ে দ্রুত এই বার্তা আসবে। ' মন্তব্য সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের। বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে, ধাক্কা খেল বিজেপি। বিহারে বিজেপির সঙ্গ ছাড়ল নীতীশের জেডিইউ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram