এবিপি আনন্দর নাম ব্যবহার করে করোনা নিয়ে ভুয়ো তথ্য, বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ
করোনার দাপটে মানুষ যখন বিপদে, তখন সোশাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করছেন একশ্রেণির মানুষ। অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবিপি আনন্দর নামও। এনিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্ব বর্ধমানে একজনকে গ্রেফতারও করা হয়েছে।
Tags :
Bidhannagar Cyber Crime Cybercrime Coronavirus FAKE NEWS Coronavirus News Fake News Abp Ananda Coronavirus