উদ্ধার উত্তরপ্রদেশের পণবন্দি ২৩ শিশু, পুলিশের গুলিতে মৃত্যু অপহরণকারী ও তার স্ত্রীর
Continues below advertisement
উত্তরপ্রদেশের ফারুকাবাদে জন্মদিনের অছিলায় বাড়িতে ডেকে পণবন্দি ২৩টি শিশু। বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি। ৮ ঘণ্টার অপারেশন শেষে উদ্ধার অপহৃতরা। পুলিশের গুলিতে মৃত্যু অপহরণকারীর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে অপহরণকারীর স্ত্রীরও। পুলিশ সূত্রে খবর, মেয়ের এক বছরের জন্মদিনের পালনের জন্য ডেকে ২৩টি শিশু, নিজের স্ত্রী ও আরও কয়েকজন মহিলাকে পণবন্দি করে সুভাষ বাথাম নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে আগেই খুনের অভিযোগ ছিল। বেশ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও শিশুরা না ফেরায়, তাদের অভিভাবকরা সুভাষের বাড়িতে গেলে, ওই ব্যক্তি এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এরপর উচ্চপদস্থ কর্তাদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।লখনউ থেকে ফারুকাবাদ যায় উত্তরপ্রদেশ এটিএস। ৮ ঘণ্টার অপারেশন শেষে পণবন্দি সকলকে উদ্ধার করা হয়। খুনের মামলা প্রত্যাহারের দাবিতেই ওই ব্যক্তি শিশুদের পণবন্দি করেছিল বলে পুলিশের দাবি।
Continues below advertisement