Nithari Case : নিঠারিকাণ্ডে দোষী সাব্যস্ত সুরেন্দ্র কোলি, মনিন্দর পান্ধেরের ফাঁসির সাজা রদ
নিঠারিকাণ্ডে দোষী সাব্যস্ত সুরেন্দ্র কোলি, মনিন্দর পান্ধেরের ফাঁসির সাজা রদ। গাজিয়াবাদের সিবিআই আদালত ফাঁসির সাজা শুনিয়েছিল কোলি, পান্ধেরকে। ফাঁসির সাজা রদ করল এলাহাবাদ হাইকোর্ট। ২ দোষী সাব্যস্তর ১৪টি মামলার শুনানি শেষে রায় আদালতের। সাক্ষ্যপ্রমাণের অভাবে এই নির্দেশ, জানিয়েছে আদালত। এলাহাবাদ হাইকোর্টের রায়ে ঝটকা খেল সিবিআই।