লকডাউনে ২০০০ কিমি পথ গাড়িতে পেরিয়ে কাজে যোগ দিলেন দুই বিচারপতি
Continues below advertisement
লকডাউনে স্তব্ধ গোটা দেশ। প্রভাব পড়ছে গোটা বিচার ব্যবস্থাতেও। কিন্তু আইন আদালতের কাজ তো আর বন্ধ থাকতে পারে না। তাই দেশের দুটি হাই কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রায় ২ হাজার কিমি পথ গাড়িতে পাড়ি দিতে হল কলকাতার ২ বিচারপতিকে। সম্প্রতি বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি দীপঙ্কর দত্ত, যিনি কলকাতা হাই কোর্টের বিচারপতি ছিলেন। আর মেঘালয় হাই কোর্টে বিচারপতির দায়িত্ব পান বিচারপতি বিশ্বনাথ সম্মাদার। তিনিও এক সময় কলকাতা হাই কোর্টের বিচারপতির দায়িত্ব ছিলেন। তবে এই দায়িত্ব পাওয়ার আগে তিনি ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি ছিলেন।
Continues below advertisement
Tags :
Biswanath Somadder Dipankar Dutta Kolkata High Court Bombay High Court Abp Ananda Chief Justice Lockdown