NEET-NET Exam: নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝেই শুক্রবার লাগু হল নতুন প্রশ্নফাঁস বিরোধী আইন

নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝেই শুক্রবার লাগু হল নতুন প্রশ্নফাঁস বিরোধী আইন। এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে উল্লেখ করা হয়েছে ১৫ টি বিষয়। এই ১৫ টির মধ্য়ে যে কোনও একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারও সঙ্গে যুক্ত থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কোনও অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা OMR শিট দেখলে অথবা নিজের কাছে রাখলে অথবা অননুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে আইনে। পরীক্ষায় উত্তর লিখতে পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করলে, উত্তরপত্র বা OMR শীটে অমিল, কোনও অধিকার বা ত্রুটি ছাড়াই মূল্যায়নে হেরফের করলেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। প্রার্থীর যোগ্যতা বা পদমর্যাদা নির্ধারণের জন্য প্রয়োজনীয় কোনও নথি বিকৃত করা এবং ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকার নির্ধারিত পরীক্ষার মান ও নিয়ম লঙ্ঘনকারী ও পরীক্ষা পরিচালনায় অনিয়মের উদ্দেশে ইচ্ছাকৃতভাবে নিরাপত্তার মান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া শাস্তির কথা বলা হয়েছে। কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে থাকা তথ্য় বিকৃত করা, আসন বিন্যাস, পরীক্ষার তারিখ বা শিফট ঠিক করায় অনিয়মে যুক্ত থাকলে কিংবা পরীক্ষা পরিচালন কর্তৃপক্ষ, পরিষেবা প্রদানকারী সংস্থা বা সরকারি সংস্থার সঙ্গে জড়িতদের হুমকি দিলে সংশ্লিষ্ট ব্য়ক্তির শাস্তি হবে। টাকা তুললে বা জাল ওয়েবসাইট তৈরি করলে অথবা ভুয়ো পরীক্ষার ব্যবস্থা এবং ভুয়ো অ্যাডমিট কার্ড বা ভুয়ো অফার লেটার ইস্যু করলেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে। নতুন আইনে সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানা হতে পারে সর্বোচ্চ ১ কোটি টাকা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola