স্বল্প সমাগমে আজ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য অমলা শঙ্করের

Continues below advertisement
বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্করের জীবনাবসান। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর।  গত মাসেই রাজডাঙায় কন্যা মমতা শঙ্করের ডান্স কোম্পানির বাড়িতে শিল্পীর ১০১তম জন্মদিন পালন করা হয়েছিল। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ঠাকুমার মৃত্যুর খবর জানান শ্রীনন্দা শঙ্কর। ঠাকুমার সঙ্গে নিজের ছবি আপলোড করে শ্রীনন্দা লেখেন, তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হল। ১৯১৯ সালের সাতাশে জুন অমলাশঙ্করের জন্ম হয় । কৈশোর থেকেই তাঁর প্রতিভার বিচ্ছুরণ ঘটে। ১৯৩১-এ প্রথম অংশ নেন প্যারিস ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে। সেই সময় তাঁর আলাপ হয় উদয় শঙ্করের সঙ্গে। তাঁর কাছেই তালিম নেওয়া শুরু করেন। ১৯ বছর বয়সে উদয় শঙ্করকে বিয়ে করেন। তারপর তিনি স্বামী তথা গুরুর সঙ্গে নৃত্যশিল্পী হিসাবে সারা বিশ্ব ভ্রমণ করেছেন। নাচ থেকে ছবি আঁকা, অভিনয় থেকে লেখা, শিল্পের বিভিন্ন মাধ্যমেই অমলাশঙ্কর রেখেছেন তাঁর স্বকীয়তার ছাপ। উদয় শঙ্কর পরিচালিত কল্পনা-তে উমার চরিত্রে করেছিলেন নৃত্যাভিনয় । তাঁর সেই অভিনয় সারা বিশ্বের মানুষের কাছে অভিনন্দিত হয়। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram