দিঘা থেকে ৮৯০ কিলোমিটার দূরে সুপার সাইক্লোন আমপান, বুধবার সন্ধের দিকে ঢুকবে স্থলভূমিতে
Continues below advertisement
প্রবল শক্তি সঞ্চয় করে ঘুর্ণিঝড় আমপান ধেয়ে আসছে রাজ্যের দিকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওই ঘূর্ণিঝড় এখন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করলেও ক্রমেই দিঘার থেকে তার দূরত্ব কমছে। এই মুহূর্তে দিঘার থেকে তার দূরত্ব ৮৯০ কিলোমিটার। ওড়িশার পারাদ্বীপের থেকে ৭৩০ কিলোমিটার দূরে। আবহাওয়া দফতর সূত্রে দাবি, সুপার সাইক্লোনে পরিণত হয়েছে আমপান। বুধবার দুপুর বা সন্ধের দিকে প্রবল শক্তিশালী ওই ঘুর্ণিঝড়ের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার ওপর আছড়ে পড়ার সম্ভাবনা। এর জন্য মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আমপানের প্রভাবে কলকাতা সহ বেশ কিছু জায়গায় মঙ্গলবার বৃষ্টি হবে। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বুধবার দুপুরে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সমুদ্রে ১৫ ফুট উচ্চতার ঢেউ আসতে পারে। ঘুর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। কাঁচা বাড়ি বা গাছপালার ক্ষয়ক্ষতি হতে পারে। এর জন্য সতর্ক করা হয়েছে প্রশাসনকে।
Continues below advertisement
Tags :
North Bengal Weather South Bengal Weather AMPHAN LIVE UPDATE Amphan Digha Weather Update Cyclone Amphan Heavy Rain Abp Ananda