উমপুনের প্রভাবে 'সবুজের মৃত্যু' কলকাতায়, এখনও চলছে শহর পরিষ্কারের কাজ, নেমেছে ওড়িশার দমকল বাহিনীও
শহরের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়েছে উমপুন। উপড়ে, ভেঙে তছনছ হয়ে গিয়েছে সবুজের সমারোহ। ঝড়ের এতদিন পরেও সেই সব সবুজের মৃতদেহ সরানো যায়নি। কলকাতায় নেমেছে সেনা। কাজ করছে পুরসভা, দমকল থেকে কেএমআরসিএল। এসেছে ওড়িশার দমকল বাহিনীও। চলছে রাস্তা পরিষ্কারের কাজ।
Tags :
Green Destroyed In Kolkata Kolkata Cyclone Effects West Bengal Amphan Effects ABP Live Cyclone Amphan Effects Cyclone Amphan Devastation Amphan Devastation Abp Ananda