উমপুন: বারুইপুর যাবার পথে দিলীপ ঘোষের গাড়ি আটকানো নিয়ে ঠিক কী ঘটেছিল? জেনে নিন
বারুইপুরে যাওয়ার পথে গড়িয়ার ঢালাই ব্রিজে বিজেপি রাজ্য সভাপতির গাড়ি আটকালো পুলিশ। বিজেপি সূত্রে খবর, ত্রাণ বিলির জন্য বারুইপুরে ঝড় দুর্গত এলাকায় যাচ্ছিলেন তিনি। প্রায় ২ ঘন্টা হতে চললেও দিলীপ ঘোষের গাড়ি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বিজেপি সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে এসে পৌঁছলে পুলিশ আটকায় তাঁদেরও । পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, লকডাউন এখনও চলছে । বিনা অনুমতি ছাড়া গাড়ি ছাড়া যাবে না। দিলীপ ঘোষ জানান, তিনি রোজই বেরোবেন, দরকারে হেঁটে যাবেন।
Tags :
4.0 Dhalai Bridge Garia Coronavirus India Abp Ananda Coronavirus Update Lockdown BJP Dilip Ghosh