উমপুন: দীর্ঘ সময় কাটিয়েছেন বিদ্যুৎ-জলহীন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও আতঙ্ক পিছু ছাড়ছে না কলকাতার বহু মানুষের
Continues below advertisement
কেউ ৮৪ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটিয়েছেন, কেউ ১০০ ঘণ্টার বেশি। চারপাশের অন্ধকার কাউকে কার্যত ঠেলে দিয়েছে অবসাদের দিকে। কাউকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। বিদ্যুৎ ফেরার পরও সেই আতঙ্কের প্রহর পিছু ছাড়ছে না কলকাতার বহু মানুষের।
Continues below advertisement
Tags :
Water Supply In Kolkata West Bengal Cyclone West Bengal Cyclone Amphan Amphan Cyclone Effect Electricity Cyclone Amphan Abp Ananda