উমপুন: বাড়ির উপর বিপজ্জনকভাবে হেলে পড়েছে গাছ! 'সরাতে আসেনি পুরসভা', অভিযোগ একডালিয়া প্লেসের বাসিন্দাদের
ঘূর্ণিঝড়ের সময় প্রতিবেশীর বাড়িতে গাছ হেলে পড়ায় বিপত্তি। পুরসভাকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এই ছবি একডালিয়া প্লেসের। স্থানীয়দের দাবি, একটি আম গাছ পাশের বাড়ির ওপর বিপজ্জনকভাবে হেলে পড়ে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
Tags :
Ekdalia Place Water Supply In Kolkata West Bengal Cyclone West Bengal Cyclone Amphan Amphan Cyclone Effect Electricity Cyclone Amphan South Kolkata Abp Ananda