Amul Milk Price Hike: লিটার প্রতি ২টাকা করে বাড়ল আমূল দুধের দাম। ABP Ananda Live

ABP Ananda Live: লোকসভা (Lok Sabha Elections 2024) ভোট মিটতেই মধ্যবিত্তের ঘাড়ে চাপল মূল্যবৃদ্ধির বোঝা। একধাক্কায় লিটার প্রতি ২টাকা করে বাড়ল আমুল দুধের দাম। গুজরাতের উৎপাদন সংস্থাটির তরফে জানানো হয়েছে, ৩ জুন থেকেই গোটা দেশে প্রযোজ্য এই দাম। ফলে প্রতি লিটার আমুল তাজা দুধ কিনতে খরচ হবে ৫৪ টাকার পরিবর্তে ৫৬ টাকা। পাশাপাশি আমুল গোল্ড দুধ কিনতে এবার ৬৬ টাকার বদলে খরচ করতে হবে ৬৮ টাকা। পাশাপাশি সংস্থা দাবি করেছে, গড় খাদ্য মুদ্রাস্ফীতির সঙ্গে তুলনা করে সর্বোচ্চ পাইকারি মূল্যের ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি অনুসারে আমুল দুধের লিটার প্রতি ২ টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। জেনে নিন আরও খবর।

অন্য়দিকে, জলের সমস্যা থেকে আপাতত রেহাই পেল শিলিগুড়ি। শুরু হল তিস্তার পরিশ্রুত জল সরবরাহ। ১৫ দিন ধরে তিস্তার বদলে, পানের অযোগ্য মহানন্দার জল শোধন করে সরবরাহ করা হচ্ছিল শিলিগুড়ি পুরসভার তরফে। যা নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছিল ক্ষোভ-বিক্ষোভ। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola