আনন্দ লাইভ: আবারও ক্লাবের জন্য আর্থিক অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর, কটাক্ষ বিরোধী শিবিরের
আজ ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি বলেছেন, "স্থানীয় ক্লাব, পুলিশের সহযোগিতায় আমফান বিধ্বস্তদের উদ্ধার। ৮২৮৯টি ক্লাবকে ৮২ কোটি ৮৯ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। হকির অ্যাস্ট্রোটার্ফের জন্য ২০ কোটি টাকা সাহায্য। ক্লাবকে সাহায্য করলে অন্যদের রাগ হয় কেন?" মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, "আমাদের রাগের কিছু নেই। আমরা বলছি যাঁকে যা দিচ্ছেন নিয়ে নিন। ভোটটা আমাদের দিন। লোকে দিয়েওছে। টাকা দিয়ে ভোট পাওয়া যায়না। বিজেপি (BJP) সরকার এলে মানুষের হাতে কাজ আসবে। অর্থ আসবে। মানুষ সাবলম্বী হবে। আত্ননির্ভর ভারত তৈরি হবে।" ক্লাবগুলিকে অনুদান প্রসঙ্গে বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "উনি পৈত্রিক সম্পত্তি ভাগ দেওয়ার মতো করে ভাব দেখাচ্ছেন। অথচ সরকারের টাকা শ্রাদ্ধ করছেন।" জল্পনা বাড়িয়ে মুখ্য়মন্ত্রীর কাছে দুই দলত্য়াগী বিধায়ক। বিধানসভায় মুখ্য়মন্ত্রীর ঘরে হাজির হয়ে দীর্ঘক্ষণ বৈঠক করলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ যিনি সম্পর্কে ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh) ভগ্নীপতি। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিজেপি নেতা তথা বনগাঁ উত্তরের বিধায়ক। প্রায় ২০ মিনিট মুখ্যমন্ত্রীর ঘরে ছিলেন সুনীল সিংহ ও বিশ্বজিৎ দাস। জ্য়োতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিকের উপস্থিতিতে মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা হয় তাঁদের। সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন দুই বিধায়ক। উন্নয়ন নিয়ে কথা হয়েছে বলে দাবি সুনীল সিংহর। বিধায়ক তাই যেতেই পারেন। সাফাই বিজেপির। সঙ্গে দেখুন অন্য খবর।