Ananda Sakal 2: মাস্ক নেই, উধাও দূরত্ব, নন্দীগ্রামে তৃণমূল-বিজেপির অনুষ্ঠানে বিধিভঙ্গের ছবি| Bangla News

Continues below advertisement

নন্দীগ্রামে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস উপলক্ষে তৃণমূল ও বিজেপির পৃথক অনুষ্ঠান। উধাও দূরত্ব বিধি। অনেকেরই মুখে নেই মাস্ক। করোনা আবহে দুটি অনুষ্ঠান ঘিরেই উঠল বিধিভঙ্গের অভিযোগ। ২০০৭-এর ৭ জানুয়ারি নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই থেকে আজকের দিনটি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে পালিত হচ্ছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর, নন্দীগ্রামে তৃণমূল ও বিজেপির তরফে এই দিনটি আলাদাভাবে পালন করা হয়। এদিন ভাঙাবেড়া শহিদ মিনারে সভা করেন শুভেন্দু অধিকারী। তার থেকে ৫০ মিটার দূরত্বে ভাঙাবেড়া ব্রিজের কাছে তৃণমূলের তরফে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগামী ২২ তারিখ ৪ পুরসভার ভোট। ভয়ঙ্কর করোনা আবহে কি নির্বাচন হওয়া উচিত? উঠছে প্রশ্ন। সর্বদল বৈঠক ডেকে সিদ্ধান্ত গ্রহণ করতে নির্বাচন কমিশনকে চিঠি বামেদের। বর্তমান পরিস্থিতিতে পুরভোট করানো নিয়ে প্রশ্ন তুলছে বিজেপিও।  তৃণমূলের বক্তব্য, ভোট করানোর সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের

শিলিগুড়ি ১৮ নম্বর ওয়ার্ডে কাটল তৃণমূলের নির্দল কাঁটা। মনোনয়ন প্রত্যাহার করে নিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিখিল সাহানি। অন্যদিকে, আসানসোলে মনোনয়ন প্রত্যাহার করেছেন তিন কংগ্রেস প্রার্থী। হুমকি মুখে মনোনয়ন প্রত্যাহার বলে অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram