Ananda Sakal 3: রাজ্যে বাড়ছে সংক্রমণ, এম আর বাঙ্গুরকে ফের কোভিড হাসপাতাল করার সিদ্ধান্ত| Bangla News

Continues below advertisement

রাজ্যে নতুন করে ৫ জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ। করোনা আক্রান্ত কলকাতা পুরসভার শপথগ্রহণ অনুষ্ঠানে থাকা তাপস রায়, সাধনা বসু ও দেবাশিস বসু। করোনা আক্রান্ত মেয়রের ঘরের একজন ডেটা এন্ট্রি অপারেটরও। এই প্রেক্ষিতে এমআর বাঙুরকে ফের করোনা হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬ থেকে বেড়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১১তে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ানের ওপর কড়া নজরদারির সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি খতিয়ে দেখে দূরপাল্লা ও লোকাল ট্রেনের যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবারই আসতে পারে বিসিসিআই (BCCI) সভাপতির ওমিক্রন রিপোর্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শারীরিক অবস্থা স্থিতিশীল।। তাঁর অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। গতকাল ভাল ঘুমিয়েছেন সৌরভ। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু, সৌতিক পাণ্ডা। গতকালের মেডিক্যাল বুলেটিনে জানাল উডল্যান্ড হাসপাতাল (woodland Hospital)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram