Ananda Sakal (Seg-1) : ত্রিপুরায় বিজেপির অন্দরে কোন্দল, শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সঙ্গে সংঘাত দলীয় বিধায়কের
ত্রিপুরায় বিজেপির অন্দরে কোন্দল। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সঙ্গে সংঘাত বাধল বিজেপি বিধায়কের।বিলোনিয়ার বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের দাবি, শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা নেই রতনলাল নাথের। শিক্ষামন্ত্রীর পদ থেকে রতনলালকে সরানোর জন্য তিনি দিল্লিতে দরবার করবেন বলেও জানিয়েছেন বিলোনিয়ার বিজেপি বিধায়ক। যদিও এ নিয়ে রতনলাল নাথের প্রতিক্রিয়া মেলেনি। বিজেপি সূত্রে খবর, দুজনের বিবাদের সূত্রপাত, বিলোনিয়া কলেজ থেকে ২ অধ্যাপককে বদলির সিদ্ধান্ত ঘিরে। সূত্রের দাবি, ওই দুই অধ্যাপকের বদলি নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে যান বিজেপি বিধায়ক। অভিযোগ, তখন তাঁকে ধমক দেন শিক্ষামন্ত্রী। তারপরই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন বিধায়ক।
কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের একটি কোম্পানির নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, পূর্ব বর্ধমানের গোপীনাথপুরে আনুমানিক ১৩ কোটি ৬৩ লক্ষ টাকা মূল্যের ওই সম্পত্তি বিনয় ও বিকাশের সংস্থার নামে কেনা হয়েছিল। এই মামলায় এর আগে একাধিক অভিযুক্তর ২০৪ কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। ইডি সূত্রে খবর, বিনয় ও বিকাশের আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।