Ananda sakal (Seg 4): এবার হোম আইসোলেশন নীতিতে বদল রাজ্যেও| Bangla News
মাস্কহীনদের সচেতন করতে গতকালই উত্তর ২৪ পরগনার একাধিক বাজারে হানা দিয়েছিল পুলিশ। বাগদায় গ্রেফতারও করা হয় ১০ জনকে। দেগঙ্গায় মাস্ক না পরে বেরোলেই ব্যবস্থা নেন জন প্রতিনিধি। হাবড়ায় আবার পুলিশ চলে যেতে দেখা যায় ঢিলে-ঢালা ভাব।
লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। তা সত্ত্বেও হুঁশ ফেরেনি বহু মানুষের। পূর্ব মেদিনীপুরে কাঁথি সুপার মার্কেটে দেখা গেল নিয়ম ভাঙার ছবি। একই অবস্থা পুরুলিয়ার আদ্রা বাজারেও।
কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেশনের (Home Isolation) নিয়ম বদল করল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হোম আইসোলেশন অথবা কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। এর মধ্যে টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে। ৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না। মৃদু উপসর্গ ছাড়াও যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে অক্সিজেনের সাহায্য ছাড়া পরপর ৩ দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিন পরই শেষ হয়ে যাবে আইসোলেশন। তবে যে সমস্ত করোনা রোগীদের অক্সিজেনের সাহায্য প্রয়োজন, তাদের ক্ষেত্রে আইসোলেশন কবে শেষ হবে, তা স্থির করবেন চিকিৎসকরা।