Ahmedabad Plane Crash : বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যু, AP সূত্রে খবর। বরাতজোরে প্রাণরক্ষা ১ জনের
ABP Ananda Live: আমদাবাদে ভয়াবহ বিমান-বিপর্যয়। বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যু, সংবাদসংস্থা AP সূত্রে খবর । মৃতদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডার নাগরিক, ৭ জন পর্তুগালের। টেক অফের পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়ে লন্ডনগামী বিমান । সিভিল হাসপাতালের ৭ চিকিৎসকের মৃত্যু । দুপুর ১.৩৮: আমদাবাদ বিমানবন্দরের ২৩ নং রানওয়ে থেকে টেক অফ । বিমান ভেঙে পড়ার আগে ATC-কে 'মে-ডে' বার্তা পাইলটের। ভেঙে পড়ার পর বিমানে বিধ্বংসী আগুন, পুড়ে খাক বহুতল। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানে প্রচুর পরিমাণ জ্বালানি মজুত ছিল। ২০১৩-র ১৪ ডিসেম্বরে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-এর প্রথম উড়ান। ১২ বছরের পুরনো বিমান বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। এই প্রথম দুর্ঘটনার কবলে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭।
Tags :
Plane Crash Plane Crash News Air India Ahmedabad Airport Ahmedabad News LIVE News Plane Crash In Ahmedabad Ahmedabad Crash Ahmedabad Plane Ahmedabad Flight Crash Plane Crash Ahmedabad Ahmedabad Flight Ahmedabad Live News Ahmedabad Live Ahmedabad Plane Crash News Ahmedabad Plane Crash Live Ahmedabad Air India