Apple Iphone: 'অ্যাপল রাষ্ট্রীয় মদতে নির্দিষ্ট কোনও হানাদারের কথা বলেনি', হ্যাকিং-বিতর্কে বিবৃতি জারি Apple-এর
হ্যাকিং-বিতর্কে বিবৃতি জারি 'অ্যাপল' কর্তৃপক্ষের। 'অ্যাপল রাষ্ট্রীয় মদতে নির্দিষ্ট কোনও হানাদারের কথা বলেনি', কিছুক্ষেত্রে এই সতর্কবার্তা ভুলও হতে পারে। কী কারণে সতর্কবার্তা দিতে হয়েছে, তার কারণ জানানো সম্ভব নয়। কারণ তাতে ভবিষ্যতে হানাদাররা আরও সহজে পরিচয় লুকিয়ে হামলা চালাতে পারে। বিবৃতি দিয়ে জানাল 'অ্যাপল'।