Army Man: স্ত্রীর কাছে অপহরণের গল্প ফেঁদে মুক্তিপণ চেয়ে ফোন, বিপাকে সেনা কর্মী

Continues below advertisement

স্ত্রীর কাছে অপহরণের গল্প ফেঁদে মুক্তিপণ চেয়ে ফোন করে বিপাকে সেনা কর্মী। লালবাজারে ফোন করে অভিযোগ জানান স্ত্রী।নিউ মার্কেট থানা এলাকায় রফি আহমেদ কিদোয়াই রোডের একটি হোটেলে মিলল সেনা কর্মীর খোঁজ। পুলিশি জিজ্ঞাসাবাদে কবুল, টাকার দরকারে স্ত্রীর কাছে অপহরণের গল্প ফেঁদেছিলেন। 
পুলিশ সূত্রে খবর, গতকাল দুপুরে লালবাজারের গোয়েন্দা বিভাগে ফোন করে এক মহিলা জানান, অরুণাচল প্রদেশে সেনাবাহিনীতে কর্মরত তাঁর স্বামী অরুণ গুলেরিয়া কলকাতার কমান্ড হাসপাতালে চিকিৎসা করাতে এসে অপহৃত হয়েছেন। হোটেলে আটকে রেখে ৪০ হাজার টাকা মুক্তিপণ চাইছে অপহরণকারীরা। 
তদন্তে নামে লালবাজারের গুন্ডাদমন শাখা ও নিউ মার্কেট থানার পুলিশ। এরপর সন্ধেয় নিউ মার্কেটের একটি হোটেল থেকে মত্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই সেনা কর্মীকে। গোটা বিষয়টি জানতে অরুণাচল থেকে সেনা আধিকারিকরা কলকাতায় আসছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram