Illegal Firecrackers: গ্রেফতার বারাসাতের বেআইনি বাজির গুদামের মালিক
বারাসতে (Barasat) বেআইনি বাজির গুদাম, গ্রেফতার মালিক। ধৃতের নাম মহম্মদ নজরুল ইসলাম। ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের (High Court)। দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডের পর বারাসাতে (Barasat) বেআইনি বাজির গুদামে হানা দেয় এসটিএফ। ৫ ট্রাকভর্তি বেআইনি বাজিও বাজেয়াপ্ত করা হয়। সেই ঘটনায় গ্রেফতার বারাসাতের বেআইনি বাজির গুদামের মালিক মহম্মদ নজরুল ইসলাম। আগেই গ্রেফতার মহম্মদ নজরুলের ভাই। দত্তপুকুরের বিভিন্ন জায়গায় বাজির মশলা সরবরাহ করতেন মহম্মদ নজরুল, পুলিশ সূত্রে দাবি ।
Tags :
Barasat Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Arrest ABP Ananda Live Westbengal ABP Ananda Bengali News Illegalfirecrackers